করোনাভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে ‘এসো কিছু করি’র দু’জন প্রাক্তন ছাত্র সেবায় নিয়োজিত। দুজনেই ডাক্তার। ছবিতে পিপিই পরে বাম দিকে Subrata Barman আর ডান দিকে Sabyasachi Khalua। সুব্রত রয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে। আর সব্যসাচী নীলরতন সরকার হসপিটালে। ইকেকে’র নক্ষত্রেরা নিজেদের যোগ্যতায় সমাজের কোনে কোনে ছড়িয়ে গিয়ে মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াবে – শুরু থেকেই ইকেকে এমন স্বপ্ন দেখেছিল। তাই এই মুহূর্তে স্বপ্ন সত্যি হওয়ার ভাল লাগা যেমন আছে, তেমনিই ওরা যাতে ভাল থাকে – সে চিন্তাও রয়েছে।
অনেক অনেক শুভেচ্ছা ওদের দু’জনের জন্য।

Subrata Barman & Sabyasachi Kalua, Doctors

এসো কিছু করি এমন একটা পরিবার যারা সঠিক সময়ে হাতটা না ধরলে আমার এই জায়গায় পৌছোনোটা আরো অনেকটা কঠিন হয়ে দাঁড়াত। আশা করি আমিও একদিন অন্যদের পাশে দাঁড়াতে পারব। Eso Kichu Kori : চিরকৃতজ্ঞ তোমাদের প্রতি। #LongliveEKK #HBDEKK

Dr. Chandan Bose, Post-Doctoral Fellow, University of Liège, Belgium