—-এসো কিছু করির ২০১৯ – ২১ শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীরা, যারা এইবার ক্লাস ইলেভেন দিয়ে টুয়েলভে উঠবে, করোনা এবং আম্ফানের জোড়া ফলার মধ্যে তারা কিরকম আছে , আর তাদের পড়াশুনো কেমন চলছে সেটা জানতে দূর থেকেই পৌঁছে যাওয়া হয়েছিল তাদের কাছে। আমরা চেষ্টা করছি, পরিবর্তিত পরিস্থিতিতে, যত তাড়াতাড়ি সম্ভব এসো কিছু করি ঠিক যেভাবে এতদিন ওদের পাশে দাঁড়িয়ে ছিল, সেই ভাবে আবার ওদের পাশে দাঁড়াতে। আপনারাও এসো কিছু করি সাথে থাকতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা, https://www.facebook.com/groups/esokichukori/
বিঃ দ্রঃ নেটওয়ার্ক এর সমস্যার জন্য এখনো এই শিক্ষাবর্ষের ২ জন ছাত্র ছাত্রীর সাথে যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি |
***********************************Covid-19 and Amphan Situation | Eso Kichu Kori —EKK has connected with the beneficiaries of 2019-21 academic session, who just finished their class XI exam, to know about their whereabouts in this grim situation of pandemic and Cyclone as well as to get the latest update about their studies. We are very much hopeful that we will be able to stand by them very soon in this new normal, just like EKK has done for last many years. if you want to join us, do visit our faceboo page https://www.facebook.com/groups/esokichukori/
N.B. Still we are not able to connect with 2 of our students due to mobile network issue.
করোনা এবং আম্ফান পরিস্থিতি | এসো কিছু করি
