সোপান 2019

“এসো কিছু করি” তার সোপান প্রকল্পের মাধ্যমে উচ্চমাধ্যমিকের পর অর্থনৈতিক প্রতিকূলতার সাথে লড়াই করে কোনও সরকারি কলেজে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে সুযোগ পাওয়া ছাত্র বা ছাত্রীর পাশে দাঁড়ায়। সঙ্গী হয় তার এই স্বপ্নের উড়ানযাত্রার।
এ’বছরে আমরা সোপান প্রকল্পের জন্য বেছে নিয়েছি ঝাড়গ্রাম জেলার লালগড়ের শুভঙ্কর দাস কে। লালগড়ের এক প্রত্যন্ত গ্রাম থেকে কোনওরকম বিশেষ কোচিং ছাড়াই ও এবারের ডাক্তারি প্রবেশিকায় সাফল্য পেয়েছে। পেয়ছে S.S.K.M এর মতো কলকাতার নাম করা মেডিকেল কলেজে M.B.B.S পড়ার সুযোগ। শুভঙ্করের বাবার একটা ছোট চায়ের দোকান আছে যা থেকে সামান্যই উপার্জন হয়। ওর এক ভাই ভুগোলে অনার্স নিয়ে পড়ছে৷ স্বাভাবিকভাবেই ডাক্তারি পড়ার খরচ বহন করার ক্ষমতা শুভঙ্করের বাবার নেই। তবে আমরা ওর পাশে আছি। আমরা দেখছি অর্থের অভাবে এমন মেধাবী ছাত্রের পড়াশুনোর কোনও ক্ষতি যাতে না হয়। শুভঙ্কর জানায় ছোটবেলা থেকেই প্রত্যন্ত এলাকায় থাকার জন্য ও অনেক বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা দেখেছে। দেখেছে প্রবল কুসংস্কারের জন্য ভুল চিকিৎসা। তাই ও চায় ডাক্তার হয়ে গিয়ে নিজের অঞ্চলের জন্য কাজ করতে। আমরা আশা রাখি ওর স্বপ্ন একদিন সত্যি হবে৷

Leave a Reply

Your email address will not be published.