Career Counselings

‘এসো কিছু করি’-র ছাত্রছাত্রীরা বেশিরভাগই এরাজ্যের প্রত্যন্ত গ্রামে থাকে। তাই উপযুক্ত মেধা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় তথ্যের অভাবে অনেক সময়েই তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনা। কখনো বা সঠিক সিদ্ধান্ত নিলেও কোন পথে লক্ষ্যে পৌঁছনো সম্ভব তা জানা না থাকায় তারা সঠিক সময়ের মধ্যে প্রয়োজনীয় ফর্ম ভরে উঠতে পারেনা। এখন প্রায় সব প্রবেশিকা পরীক্ষার ফর্ম online হয়ে যাওয়ায় সেভাবে কম্পিউটার ব্যবহারের সুযোগ না পাওয়া আমাদের ছাত্রছাত্রীরা আরো বেশি করে অসুবিধার সম্মুখীন হয়।  ভিন্ন স্টাডিট্যুরে গিয়ে বা ফোনে কথা বলে আমরা বুঝতে পারি ওদের শহুরে সহপাঠীদের থেকে ভবিষ্যৎ পাঠক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণার দিক থেকে ‘এসো কিছু করি’-র মেধা স্কলারদের বেশিরভাগই বেশ পিছিয়ে। এই সমস্যা দূর করার জন্যই আমাদের মেধা দ্বিতীয় বছরের বই দেওয়ার অনুষ্ঠানের সাথে সাথেই career options নিয়ে একটা presentation এর আয়োজন করা হয়। গত ২২-শে এপ্রিল, ২০১৭ তারিখে অবনীন্দ্র সভাঘরে অনুষ্ঠিত তেমনই এক অনুষ্ঠানে এই বিষয়ে একটি মনোগ্রাহী presentation পেশ করেন ‘এসো কিছু করি’-র সদস্য ডক্টর কৌশিক দাশশর্মা।

Leave a Reply

Your email address will not be published.